বগুড়া-ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ
বগুড়া থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিকরা। স্কুল শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ না হওয়াসহ বিভিন্ন দাবি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে জেলা-উপজেলা পর্যায়ে বাস চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানায় বাস মালিকরা।
বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, চালকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তাদের বাস চলাচলের জন্য বলা হলেও তারা বাস চালাচ্ছে না। তারা বলছে তাদের দাবি আছে। সেই দাবিগুলো সরকার মেনে নিলে বাস চলাচল শুরু হবে।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মাহবুবর রহমান মানিক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সকল বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস চালকরা ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে চাইছে না। শুধু চালকের না, যাত্রীরাও নিরাপদ বোধ করছে না। এ কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
লিমন বাসার/এএম/জেআইএম