ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরের বিভিন্ন স্থানে ঈদুল আজহা পালিত

প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৪

সুরেশ্বর দরবার শরীফ সমর্থকদের আয়োজনে শেরপুরে বিভিন্ন স্থানে শনিবার আগাম পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারাসহ ৮টি স্থানে পৃথক ভাবে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লীরা পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন। প্রত্যেকটি ঈদের জামাতে প্রায় ২’শ জনের মতো মুসল্লীরা অংশ নেয়।

ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকালে বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও জামাতে অংশ নেয়। নামাজের পর পারস্পারিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।

বহু বছর যাবত শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।