ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০২ আগস্ট ২০১৮

নেত্রকোনায় স্ত্রী রুমা আক্তারকে (৩৫) হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিন সরকারকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি সাইফুল আলম প্রদীপ আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী দক্ষিণপাড়া গ্রামের ইছার উদ্দিনের ছেলে।

মামলার অভিযোগ, ২০১৭ সালের ২৮ নভেম্বর রাতে দক্ষিণপাড়া গ্রামের ইছার উদ্দিনের ছেলে জামাল উদ্দিন সরকার পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তারকে গলায় তার পেছিয়ে শ্বাসরুদ্ধ করে পরে স্ক্রু ড্রাইভার দিয়ে বুক ছিদ্র করে নৃসংশভাবে হত্যা করে। পরদিন জামাল উদ্দিন সরকার নিজেই থানায় আত্মসমর্পণ করে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সুখারী দক্ষিণ পাড়া গ্রামের সুলতান উদ্দিন বাদী হয়ে ওই দিনই জামাল উদ্দিন সরকারকে একমাত্র আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া আসামি জামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে ২০০৭ সালে তারই বড় ভাই বউ জহুরা আক্তারকে (৫০) কুপিয়ে ও গলা কেটে হত্যার আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

কামাল হোসাইন/আরএ/জেআইএম

আরও পড়ুন