সিদ্ধিরগঞ্জে এক ছাত্রসহ ৪ জনকে মারধর, পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিজানুর রহমান নামে এক ছাত্রসহ ৪ জনকে মারধরের অভিযোগ উঠেছে যানবাহন শ্রমিকদের বিরুদ্ধে। মিজানুর ঢাকার রায়েরবাগ এলাকার রায়েরবাগ আল-মাহমুদ হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। বাকি তিনজন হলেন- কাউসার আহমেদ, সজীব ও হৃদয়। তবে তাদের পরনে স্কুল ড্রেসের মতো পোশাক দেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, তাদেরকে আটক করা হয়নি। সিদ্ধিরগঞ্জে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরই এক পর্যায়ে ছাত্র সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
হোসেন চিশতী সিপলু/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ