বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
বান্দরবানের আলীকদম উপজেলায় চারটি আগ্নেয়াস্ত্রসহ সুরেশ চাকমা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছে থাকা পিস্তল, ২টি বাটযুক্ত বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও ৫টি তাজা বুলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রোয়াম্বু চাকমা পাড়ার নিজ বসতঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরেশ রোয়াম্বু চাকমা পাড়ার বাসিন্দা ও মৃত আনন্দ লাল চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মো. মাহাবুবুর রহমান ও উপ-অধিনায়ক মেজর আবদুল কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা রোয়াম্বু চাকমা পাড়ায় অভিযান চালায়। এ সময় সুরেশ চাকমার বসতঘর থেকে দেশে তৈরি পিস্তল, ২টি বাটযুক্ত বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও ৫টি তাজা বুলেটসহ তাকে গ্রেফতার করেন। পরে সুরেশকে আগ্নেয়াস্ত্রসহ আলীকদম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আলীকদম থানা পুলিশের উপপরিদর্শক মো. আজমগীর বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈকত দাশ/আরএ/পিআর