ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জিফোরের পরিবারের পাশে জেলা পরিষদ সদস্য

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০১:১০ পিএম, ৩১ জুলাই ২০১৮

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জিফোর চাকমার (১৫) পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। সোমবার তিনি জিফোরের মা রিতা চাকমাকে একটি সেলাই মেশিন প্রদান করেছেন।

গত রোববার (২৯ জুলাই) ‘সেলাই মেশিনে ঘোরে জিফোরদের জীবন চাকা’ শিরোনামে জাগোনিউজ২৪.কমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জুরাছড়ি উপজেলার বাসিন্দা জ্ঞানেন্দু বিকাশ চাকমা জিফোর ও তার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, আমি সব সময় এমন হতদরিদ্রদের পাশে আছি ও থাকবো। জিফোরের খোঁজ-খবর আমি সব সময় নিবো। তার পড়ালেখার বিষয়ে আমি নজর রাখবো।

সহযোগিতা পেয়ে জিফোর চাকমার মা রিতা চাকমা বলেন, আমি একটি ভাঙা মেশিন দিয়ে সেলাই কাজ করতাম। এতে আমার অনেক কষ্টও হতো। সেলাইয়ের কাজ করে আমি আমার ছেলেকে পড়ালেখা ও লালন-পালন করতাম। নতুন মেশিন পেয়ে আমি অনেক আনন্দিত।

আরএআর/পিআর

আরও পড়ুন