বেনাপোল কাস্টমসে ৫১টি মোবাইল জব্দ
ভারত থেকে ফিরে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫১টি উন্নতমানের মোবাইল ও ৫০ কেজি জার্সির কাপড় জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। রোববার সন্ধ্যায় বেনাপোল কাস্টমস সাকিল আহম্মেদ নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।
সাকিল আহমেদ মুন্সিগঞ্জ জেলার মুছা আব্দুল্লাহর ছেলে। পাসপোর্ট নং বিটি Ñ০১৫২৮১২। বেনাপোল চেকপোস্ট কাস্টসের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, স্কানিং মেশিন থেকে ওই যাত্রীর ব্যাগ বের হওয়ার পর তল্লাশি করে উন্নতমানের ৫১টি মোবাইল ফোন ও ৫০ কেজি জার্সি কাপড় পাওয়া যায়।
তিনি বলেন, এর মধ্যে ১৬টি সাওমি নোট-৫ প্লাস ও ৩৫টি হাওয়াই (হনোর) নাইন রয়েছে। জব্দকৃত মোবাইল বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।
এমআরএম