ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রসিকের ১৬শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৯ জুলাই ২০১৮

নতুন কোনো কর আরোপ ছাড়াই রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ২০১৮-১৯ অর্থ বছরের ১ হাজার ৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রথম বারের মতো সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে নতুন কোনো কর আরোপ না করে নগরবাসীর সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। বাজেটে রংপুর ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল ও কেডি ক্যানেল উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাজেটে ধরা হয়েছে।

চলতি বছরেই এসব প্রকল্প শুরু হবে বলেও মেয়র আশা প্রকাশ করেন। এ ছাড়াও বৈদেশিক সহায়তায় নগরীর বিভিন্ন রাস্তাঘাট ও ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে বলে জানান মেয়র মোস্তাফিজার রহমান।

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ ও কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

জিতু কবীর/আরএ/এমএস

আরও পড়ুন