ফেনসিডিলসহ চিকিৎসক গ্রেফতার
বগুড়ার শেরপুরে ৩৯ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান শাওন (৩৫) নামে ফিজিওথেরাপির এক চিকিৎসককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার সকালে উপজেলার গাড়িদহ মাদরাসাপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান শাওন ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহজালাল খান মামুন বলেন, আমাদের কাছে তথ্য ছিল শাওন দীর্ঘদিন ধরে ফেনসিডিল সেবন ও এলাকায় চিকিৎসার নামে ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ও ইন্টার্নি করার পর শেরপুরে চেম্বার দিয়ে ফিজিওথেরাপির চিকিৎসা দিয়ে আসছিলেন বলে শাহজালাল খান মামুন।
লিমন বাসার/আরএআর/পিআর