সেন্টমার্টিনে দুই কোটি টাকার ইয়াবাসহ ৯ পাচারকারী আটক
কক্সবাজারের সেন্টমার্টিন বঙ্গোপসাগরের অদূরে মাছ ধরার ট্রলার থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চট্টগ্রাম আনোয়ারা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আজিজ, একই এলাকার মো. মুছার ছেলে আব্দুর নূর, হালিম রহমানের ছেলে মো. শফিক, ঠান্ডা মিয়ার ছেলে মো. হারুন, ছালে আহাম্মদের ছেলে নূর আলম, মৃত নাগু মিয়ার ছেলে মো. হামিদ, সুবহানের ছেলে মায়নুর হোসেন, বাশখালী এলাকার মো. ইসমাইলের ছেলে বাবুল, ভোলা লালমোহন এলাকার চেরাগ আলী হাওলাদারের ছেলে মহিউদ্দীন।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ডিক্সন চৌধুরী জানান, দুপুরে ইয়াবার বিশাল একটি চালান নিয়ে ট্রলারে করে বঙ্গোপসাগরের বাংলাদেশ চ্যানেলে প্রবেশ করছে - এমন খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে অভিযান চালায় কোস্টগার্ড।
কোস্টগার্ড চট্টগ্রাম জোনের অধিনায়ক কমান্ডার এম হাবিবুল আলমের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা সেন্টমাটিন ছেরাদ্বীপ এলাকা থেকে চার নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার ট্রলার জব্দ করে। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারসহ আটকদের সেন্টমার্টিন জেটি ঘাটে আনা হয়েছে। আটকদের টেকনাফ নিয়ে এসে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার করা হবে বলে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এআরএ/এমআরআই