অটোচালকদের কাফনের কাপড় পড়ে আন্দোলনের ঘোষণা
আগামী ১৫ আগস্টের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে ১৬ আগস্ট থেকে কাফনের কাপড় পড়ে মহাসড়কে নামবেন সিলেটের সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ ও জেলা প্রশাসন কর্মকর্তাদের অনুরোধে সিলেটে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ কারণে আপাতত কোনো কঠোর আন্দোলন করবেন না তারা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া বলেন, সিলেটে প্রায় ৭ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সিলেটের ৪/৫টি উপজেলার ১০/১২ লাখ যাত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে যাতায়াত করেন। মহাসড়ক ব্যবহার ছাড়া এসকল উপজেলার চালকদের কোনো বিকল্প পথ নেই। অনেক সিএনজি ফিলিং স্টেশনও মহাসড়কের পাশে। বিআরটিএ অফিসে আসতে হলে মহাসড়ক দিয়ে আসতে হয়। সরকারি সিদ্ধান্তের কারণে সারা দেশের মতো সিলেটের চালকরাও পড়েছেন বিপাকে।
সংবাদ সম্মেলনে চালকরা প্রশ্ন তুলেন, বিকল্প রাস্তা না করে সরকারের এমন সিদ্ধান্তে তারা হতবাক। তারা যৌক্তিক দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়টি সুরাহা না হলে হাজার হাজার চালকের পরিবারের সদস্যদের অনাহারে দিন কাটাতে হবে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন পক্ষের মধ্যে বৈঠকে শোক দিবসকে সামনে রেখে আন্দোলন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। সে কারণে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু ১৫ আগস্টের পর শ্রমিকরা মাঠে নামবে।
ছামির মাহমুদ/এসএস/এমআরআই