ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পায়রা নদীতে বেড়িবাঁধ ধসে শিশু নিখোঁজ

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৬ আগস্ট ২০১৫

বরগুনার পায়রা নদীতে বেড়িবাঁধ ধসে নদীতে পড়ে শিশু ফাতিমা (৮) নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল ফরাজী জানান, সকাল ৮টার দিকে পায়রা নদীর তেতুলবাড়িয়া এলাকায় নানা চুন্নু চৌকিদার ফাতিমাকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মাছ ধরতে থাকেন। এ সময় আকস্মিকভাবে নদীর পাড়ের বেড়িবাঁধের একটি বড় অংশ নদীতে পড়লে ফাতিমাও পড়ে যায়।

নিখোঁজ ফাতিমা নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের সিদ্দিক মালের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে স্থানীয়রা ফাতিমাকে উদ্ধারের চেষ্টা চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চলানো হচ্ছে।

সাইফুল ইসলমা মিরাজ/এআরএ/এমআরআই