ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় জামায়াতের ২ শীর্ষ নেতা আটক

প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৬ আগস্ট ২০১৫

বগুড়া গোয়েন্দা পুলিশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতা সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিনকে আটক করেছে। এ সময় তাদের বাড়ি থেকে ৩৫টি দেশীয় তৈরী হাতবোমা উদ্ধার করা হয়। বুধবার রাত ১টার দিকে শহরের চকলোকমান এলাকার বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার পর বিপুল সংখ্যক গোয়েন্দা পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশ শহরের চকলোকমান এলাকায় জামায়াত নেতা গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হকের বাসভবন ঘেরাও করে। এ সময় গোলাম রব্বানী এবং অধ্যাপক নাজিমুদ্দিন বাসাতেই ছিলেন। প্রায় এক ঘণ্টা তিন জামায়াত নেতার বাসায় তল্লাশি চালিয়ে দু’জনকে আটক করা হয়। তবে মাওলানা আব্দুল হক বাসায় না থাকায় তাকে আটক করা যায়নি।

বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বিগত ২০১৩ সালে চাঁদে সাঈদীকর দেখা দিয়ে বগুড়ায় যে তাণ্ডব চালানো হয় সে ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন এরা। এর আগে বহুবার চেষ্টা করেও তাদের আটক করা সম্ভব হয়নি। মূলত এদের নির্দেশনাতেই বগুড়া শহরসহ নন্দীগ্রাম, শাজাহানপুর, দুপচাচিয়া, মোকামতলা, শেরপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া সড়কে পেট্রলবোমা ও রেলপথে হামলার ঘটনারও মূল পরিকল্পনাকারী তারা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আটকদের রিমান্ডের আবেদন জানিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

লিমন বাসার/এসএস/এমআরআই