ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৬ আগস্ট ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকার পশুরখালের মুখে বনদস্যু মুন্না ও জনাব বাহিনীর মধ্য ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তবে এ বন্দুকযুদ্ধে হতাহতের কোনা খবর পাওয়া যায়নি। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে ৪০/৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। তারপর সকালে ঘটনাস্থলে বনপ্রহরী পাঠিয়েছিলেন তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

স্থানীয় কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, কলাগাছি টহল ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পশুরখালের মুখে বনদস্যু মুন্না বাহিনী ও জনাব বাহিনীর মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিষয়টি তিনি জানেন না।

এসএস/আরআইপি