ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ইনুর জনসভা, হেফাজতের সম্মেলন স্থগিত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৮ জুলাই ২০১৮

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর জনসভাস্থলে ডাকা শানে রেসালত (সা.) সম্মেলন স্থগিত করেছে হেফাজতে ইসলাম। জেলা পুলিশের অনুরোধে পূর্বনির্ধারিত সম্মেলন স্থগিত করেছে সংগঠনটি। ফলে আগামী ২৬ জুলাই নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা জাসদ আয়োজিত জনসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৬ জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নবীনগর উপজেলা সফর করবেন। ওই দিন বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে মন্ত্রীর সরকারি সফরসূচিও পাঠানো হয়েছে। তবে একই দিন একই স্থানে শানে রেসালত (সা.) সম্মেলনের ডাক দেয় উপজেলা হেফাজতে ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই অনুষ্ঠানের পোস্টার ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক অঙ্গন। যদিও স্থানীয় প্রশাসনকে সম্মেলনের ব্যপারে কিছুই জানায়নি হেফাজতে ইসলাম। সম্মেলন করার জন্য কোনো ধরনের অনুমতিও নেয়নি সংগঠনটি।

এ দিকে বিষয়টি নিয়ে বুধবার সকালে উপজেলা হেফাজতে ইসলামের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্টিত হয়। এতে আলেম-ওলামাদের পরামর্শক্রমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সম্মেলন স্থগিতের ঘোষণা করা হয়।

নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা মেহেদী হাসান জানান, পুলিশ সুপারের অনুরোধে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হওয়ার স্বার্থে উভয় পক্ষের সঙ্গেই পুলিশের আলোচনা হয়েছে। এর ফলশ্রুতিতে হেফাজত তাদের সম্মেলন স্থগিত করেছে।

আজিজুল সঞ্চয়/আরএ/আরআইপি

আরও পড়ুন