বেনাপোলে স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোল বাজার থেকে এক কেজি একশ গ্রাম ওজনের ২টি স্বর্ণবারসহ মিলন হোসাইন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক মিলন বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
বুধবার সকাল ৮টার সময় বেনাপোল বাজার থেকে বাহাদুরপুর সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় এক পাচারকারী বেনাপোল বাজার থেকে স্বর্ণের একটি চালান নিয়ে বাহাদুরপুর বাজার হয়ে ভারত সীমান্তে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাহাদুরপুর সড়কে আগে থেকে অবস্থানে থাকে। মিলন যাওয়ার সময়
বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২টি স্বর্ণেরবার পাওয়া যায়।
বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/এফএ/আরআইপি