ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে ১০ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা শুরু

প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৬ আগস্ট ২০১৫

‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক স ম আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান অতিথি এবং পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকতা সফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, কৃষক প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী, নার্সারির মালিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

এর আগে জেলা প্রশাসক অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। মেলায় ২৫টি স্টলে জেলার বিভিন্ন এলাকার নার্সারির মালিকরা ফলদ, বনজ ও ওষুধি গাছ প্রদর্শন করেন।

এসএস/পিআর