ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাইমুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০১৫





নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এএইচ এম ইব্রাহীমের পক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বুধবার সকাল থেকেই উপজেলার চাষীরহাটসহ ২০টি স্থানে বন্যায় আক্রান্ত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড় ও বিশুদ্ধ পানি) বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় এক হাজার নারী-পুরুষের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান পৌর কাউন্সিলর হাফেজ দুলাল আহম্মেদ, যুবলীগ নেতা ফরহাদ সহ উপজেলা, পৌরসভার ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ ফ বাবু জাগো নিউজকে জানান, বন্যায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সব কয়টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। লাখ লাখ লোক পানিবন্দি হয়ে গত তিন সপ্তাহ ধরে মানবেতর জীবন অতিবাহিত করছে। তিনি আরো জানান, সংসদ সদস্যদের দেয়া ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকার সহকারী কমিশনার (ভুমি) মিয়া মো. কেয়ামত বিন জাগো নিউজকে জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত অম্বরনগর, বারোগাঁ ও চাষিরহাট ইউনিয়ন। ইতোমধ্যে প্রশাসনরে পক্ষ থেকে নগদ ৭১ হাজার টাকা ও ২৬ টন চাল বরাদ্দ করা হয়েছে।

মিজানুর রহমান/বিএ