ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৫ আগস্ট ২০১৫

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় তানজীনা আক্তার (১৭) নামে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার বিকালে নিহতের বাবা শরমুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদরের শ্রীমন্তপুর গ্রামের শরমুজ্জামানের মেয়ে তানজীনা আক্তার। তিনি শিরিরচালা এলাকায় তার বড় ভগ্নিপতি গোলাপ মিয়ার সঙ্গে নূর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে হাই ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতো।

মঙ্গলবার বিকালে তানজীনা আক্তার বাড়ির পাশে দাঁড়িয়ে তার এক সহকর্মীর সঙ্গে কথা বলছিল। এ ঘটনা স্থানীয় বখাটেরা দেখে তানজীনা ও তার সহকর্মীকে নানা অপবাদ দিতে থাকে। এক পর্যায়ে তাদের কাছ থেকে বখাটেরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরে এই নিয়ে তানজীনা ও তার সহকর্মীর সঙ্গে বখাটেদের বাকবিতাণ্ডা হয়। আর এ ঘটনার জের ধরে তানজীনাকে শ্বাসরোধে ওই বখাটেরা হত্যা করেছে বলে তার বাবা শরমুজ্জামান অভিযোগ করে থানায় মামলা করেছেন।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) রুহুল আমীন জানান, মঙ্গলবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। পরে বুধবার তানজীনার মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি