ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১০:০৪ এএম, ০৫ আগস্ট ২০১৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবক আবদুল কাইয়ুম নিহত হয়েছেন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম দেবিদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী বলাকা পরিবহনের একটি বাসচাপা দেয় কাইয়ুমকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমাই হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। মরদেহ লালমাই হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি