পিয়াস হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
কুষ্টিয়া সরকারি কলেজের বি,বি,এ তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াস হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে পিয়াসের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিয়াসের চাচা শামসুজ্জোহা খান জন। লিখিত বক্তব্য সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যায় বাড়ির সামনে ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াসকে গুলি করেন সন্ত্রাসীরা। এরপর দীর্ঘ ১৫ দিন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই পিয়াসের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় পিয়াস তিনজনের নাম উল্লেখ করে পুলিশের কাছে জবানবন্দি দেন। এতে পিয়াসের বাবা বাদী হয়ে টুটুল, আশরাফুল ও মোশারফ নামে ৩ সন্ত্রাসীকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘদিন পার হলেও অজানা কারণে এখনো একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পিয়াসের পরিবার। সংবাদ সম্মেলনে অবিলম্বে পিয়াস হত্যাকারীদের গ্রেফতার ও তাদের বিচারের দাবি জানিয়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, পিয়াস ছিলেন মেধাবী ছাত্র। কুষ্টিয়া সরকারি কলেজে বিবিএ সন্মান ভর্তি হন। এসময় কলেজ জীবনে তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। পিয়াস ছাত্র রাজনীতি করলেও ছিলেন মিষ্টভাষী। কুষ্টিয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটি নিয়ে টুটুলের সঙ্গে দ্বন্দ্ব ছিল নেতা-কর্মীদের। এর জের ধরেই পিয়াসকে হত্যা করা হতে পারে।
পিয়াসের বাবা জানান, আমি আওয়ামী পরিবারের একজন সদস্য। আমার ছেলে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা হওয়ার পরও আসামিরা এখনো গ্রেফতার হননি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেফতার সম্ভব হচ্ছে না। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে পিয়াসের বাবা ছাড়াও মা মলিদা বেগম, চাচা আব্দুল হান্নানসহ পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এমজেড/পিআর