ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ঘর থেকে শতাধিক বিষধর সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৮ জুলাই ২০১৮

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি বাড়ি থেকে রোববার দুপুরে ছোট-বড় তিন প্রজাতির শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশেপাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো স্থানীয়দের।

স্থানীয় কয়েকজন যুবক সাপের চলাচল দেখে বুঝতে পারে রেজাউল করিমের বাসায় সাপ বাসা বেঁধেছে। এরপর তার বাসার মেঝের একটি অংশ ভাঙা হলে বিষধর সাপগুলো চোখ পড়ে স্থানীয়দের। পরে স্থানীয়রা সাপগুলো মেরে ফেলে।
সাপগুলোর মধ্যে স্থানীয় ভাষায় কাল জাত, খোইয়া জাত ও গোখড়া প্রজাতির সাপ রয়েছে।

বাড়ির মালিক রেজাউল করিম বলেন, আমার বাসায় ভেতরে বিষধর সাপগুলো বাসা বেঁধেছিল। যা আমি বুঝতেই পারিনি। সাপগুলো অবশ্য আমার বাসার স্বজনদের কোনো ক্ষতি করতে পারেনি।

এ কে এম নাসিরুল হক/এমএএস/পিআর