ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হানিফ পরিবহনের বাসে কোটি টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৭ জুলাই ২০১৮

ফেনীতে কোটি টাকা মূল্যের ইয়াবাসহ হানিফ পরিবহনের একটি বাস জব্দ করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রামপুর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। এ সময় বাসটির চালক জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি বাস বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ফেনী র‌্যাব ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এ সময় তারা চট্টগ্রাম হতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তল্লাশি করে বাসের ড্রাইভার মো. জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করে। পরে বাসের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল সেট, দুটি সিম কার্ড ও নগদ ৯ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএআর/জেআইএম

আরও পড়ুন