শেরপুরে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম
শেরপুরের একটি নার্সিং হোমে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে শেরপুর শহরের মাধবপুরে ফ্যামেলি নার্সিং হোমে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়।
পৌরশহরের চাপাতলী এলাকার রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২১) মাথা জোড়া লাগা ওই যজম কন্যা শিশুদের জন্ম দেন। শেরপুরের সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গণি সিজারের মাধ্যমে তাদের ভূমিষ্ট করাতে সক্ষম হন। তাদের মা কিছুটা সুস্থ হলেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্বজনরা জানান, কয়েকদিন আগে শিশু দুইটির মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর গর্ভে এমন শিশু রয়েছে জানতে পেরে সেখানকার চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে গড়িমসি করেন। পরে তার বাবা আমিনুল ইসলাম মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত এনে শেরপুরের ফ্যামিলি নার্সিং হোমে ভর্তি করালে বিস্তারিত জেনে ওই নার্সিং হোমের স্বত্বাধিকারী জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা ওই নারীর সিজারিয়ান অপারেশন করানোর প্রস্তুতি নেন। পরে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গণি সিজারের মাধ্যমে সফলভাবে তাদের ভূমিষ্ট করান।
ফ্যামিলি নার্সিং হোমের পরিচালক ডা. বুশরা আমেনা জানান, ওই যমজ শিশুর মার শারীরিক অবস্থা খুব ভালো নয়। দরিদ্র পরিবার। তাই এ মুহূর্তে তারা উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। মা সুস্থ হলেই তাদের ঢাকায় পাঠানো হবে।
হাকিম বাবুল/এমএএস/জেআইএম