চট্টগ্রামে ২০ দলের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
চট্টগ্রামে নাশকতার মামলায় ২০ দলীয় জোটের ৪৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে তিনটি চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
বুধবার (৪ জুলাই) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
তিনি জানান, তিনটি আইনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একটি দণ্ডবিধি আইনে, একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং আরেকটি সন্ত্রাসবিরোধী আইনে।
পুলিশ জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি নগরীর কাজির দেউড়ি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। ওই সময় তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ এবং পুলিশের দায়িত্বে বাধা দেয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোতয়ালী থানায় একটি নাশকতার মামলা করা হয়। দুই বছরের তদন্ত শেষে বুধবার আদালতে বিএনপি ও জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আকরাম হোসেন।
আবু আজাদ/বিএ