অবশেষে চালু হচ্ছে ঈশ্বরদী-পাবনা রেলপথ
অবশেষে ঈশ্বরদী-পাবনা ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা আসবেন। ওই দিনই ঈশ্বরদী-পাবনা রেলপথের উদ্বোধন করবেন তিনি। পুলিশ লাইন মাঠে দুপুর ২টার দিকে জনসভার আগে আনুষ্ঠানিকভাবে পাবনার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্পে দ্বিতীয় ইউনিটের চুল্লি বসানোর কাজের উদ্বোধন করবেন তিনি।
বুধবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক এ তথ্যগুলো জানিয়েছেন।
তিনি জানান, ঈশ্বরদীর মাঝগ্রাম হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেল নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ঈশ্বরদী-পাবনা রেল সেকশনে ২৫ কিলোমিটারে রেলপথের নির্মাণ প্রক্রিয়া, নির্মিত সেতু কালভার্ট, রেলগেট-রেলক্রসিং, ট্রেন চলাচলের সিগন্যাল সম্পূর্ণ প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৪ জুলাই এটি উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, মোট ৭৮ কিলোমিটার নতুন রেললাইন, বাকি ৫৩ কিলোমিটার দ্বিতীয় ধাপে শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঈশ্বরদী-পাবনা হয়ে নগরবাড়ি পর্যন্ত রেললাইন জমি অধিগ্রহণ হয়। ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আরিফ আহম্মেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে উদ্বোধনের পর ট্রেনটি পাবনা এক্সপ্রেস নামে চলবে। উদ্বোধনের দিন ইঞ্জিনসহ ছয়টি বগি নিয়ে পাবনা থেকে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। পরবর্তীতে পাবনা-রাজশাহীর মধ্যে চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, এই রেলপথ চালু হলে উত্তরাঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটের আমুল পরিবর্তন হবে। ব্যবসা বাণিজ্যে গুণগত পরিবর্তন ঘটবে। রেলপথে পণ্য পরিবহনে স্বল্প খরচে এই অঞ্চলের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া সহজ হবে। এই এলাকার জনগণ কম সময়ে কম খরচে যাতায়াত করতে পারবে।
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, পাবনাবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে এবং ট্রেন চলাচল শুরু হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে।
আলাউদ্দিন আহমেদ/আরএ/এমএস