সাঙ্গু নদীর পানি বেড়ে থানচির পর্যটন স্পটে যাতায়াত বন্ধ
বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্পটে পর্যটক যাতায়াত বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সকাল থেকে উপজেলার রেমাক্রী ও তিন্দু এই দুই ইউনিয়নের বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর সাত্তার ভূইয়া জানান, নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের যাতায়াতে নিষেধ করা হয়েছে। প্রতিবছর এই সময় নৌপথে দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, থানচির রেমাক্রি, তিন্দু,বড় পাথর ও নাফাকুম পর্যটন স্পটগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে নৌ যোগাযোগের ওপর নির্ভর করতে হয় স্থানীয় লোকজন ও পর্যটকদের। বর্ষা মৌসুমে সাঙ্গু নদীতে তীব্র স্রোত ও স্পটগুলো পাথুরে এবং পিচ্ছিল হওয়ার কারণে পর্যটকদের জন্য বিপদজনক হওয়ায় যাতায়ত বন্ধ করা হয়।
সৈকত দাশ/এফএ/আরআইপি