ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ম্যানহোল থেকে এক ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৩ জুলাই ২০১৮

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বারিক বিল্ডিং এলাকার ম্যানহোল থেকে মোশারফ (১৩) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়। শিশুটি মোশারফ অাগ্রাবাদ কমার্স কলেজ এলাকার বাসিন্দা আব্দুর রবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃষ্টি শুরুর পর দুপুর দেড়টার দিকে আগ্রাবাদ বারিক বিল্ডিংয়ের মোড়ের একটি ম্যানহোলে পড়ে যায় শিশুটি। সে হিসাবে এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আড়াইটার দিকে শিশটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কীভাবে ম্যানহোলে পড়েছিল তা আমরা এখনও জানতে পারিনি।

এদিকে প্রবল বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান এলাকার বেশকিছু অংশ। ফলে মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকে ওই সড়কে বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

জেডএ/এমএস

আরও পড়ুন