ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

র‌্যাবের নামে চাঁদাবাজি, ১ ব্যক্তি গ্রেফতার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০১ জুলাই ২০১৮

নাটোরে র‌্যাবের নামে চাঁদাবাজির অভিযোগে সালাম শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার রাতে সদর উপজেলার আহম্মেদপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তার নামে চাঁদাবাজির মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার সালাম শেখ বাইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংকালে র‌্যাব -৫, সিপিসি-২ এর কমান্ডার শিবলী মোস্তফা জানান, গত ৬ জুন রাতে গোপনে সংবাদে জানা যায় সালাম শেখ নিজেকে র‌্যাব-৫ এর সদস্য দাবি করে নাটোরের কানাইখালী মহল্লার পরেশ চন্দ্র ঘোষের ছেলে প্রনব কুমার ঘোষ ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবুল কালামকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করার ভয়ভীতি দেখান। পরে তাদের কাছে থেকে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভয়ে পরেশ চন্দ্র ঘোষ ও আবুল কালাম প্রথম দফায় সালামকে ৭০ হাজার টাকা দেয়। ৩০ জুন শনিবার রাতে দ্বিতীয় দফায় পাঁচ হাজার টাকা পরিশোধের সময় রাত ১১টার দিকে উপজেলার আহম্মেদপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছ থেকে র‌্যাব -৫, সিপিসি-২ কার্যালয়ের কমান্ডার শিবলী মোস্তফার নেতৃত্বে র‌্যাব-৫ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে রাতেই গ্রেফতার সালাম শেখকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

রেজাউল করিম রেজা/আরএ/এমএস

আরও পড়ুন