শিবগঞ্জের ইউএনও আর নেই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসিল্যান্ড বরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, বেশ কয়েকদিন যাবত জ্বরে আক্রান্ত ছিলেন ইউএনও শফিকুল ইসলাম। শনিবার শারিরীক আবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় শিবগঞ্জ স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে শফিকুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের সদস্য। তিনি ২০১৬ সালের ১৩ অক্টোবর শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
মোহা. আব্দুল্লাহ/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত