ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জীবননগরে ফেনসিডিল ও ভারতীয় মদ আটক

প্রকাশিত: ০৭:২০ এএম, ০৪ আগস্ট ২০১৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে ৩৯৩ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৩টার দিকে এ সকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
    
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নির্দেশে নিমতলা ক্যাম্পের নায়েক হাজী আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এদিকে, রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর সীমান্ত থেকে ৫৭ বোতল ফেনসিডিল জব্দ করে।
    
এর আগে, রাত ১২টার দিকে কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রুস্তম আলী সঙ্গীয় ফোর্সসহ টহল দেয়ার সময় কুসুমপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করে।

সালাউদ্দিন কাজল/এসএস/পিআর