ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অনিক হত্যা : যুবলীগ নেতাসহ দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৭ জুন ২০১৮

চট্টগ্রামে আবু জাফর অনিক (২৬) হত্যা মামলায় প্রধান আসামি যুবলীগ নেতা মোহাম্মদ মহিনউদ্দিন তুষার (৩০) ও তার সহযোগী এখলাসুর রহমান এখলাসের (২২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এই আদেশ দেন বলে জাগো নিউজকে জানান নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘অনিক হত্যা মামলায় তুষার ও এখলাসুরকে সাতদিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই সাগর ভদ্র। শুনানি শেষে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে গত ১৭ জুন রাতে চট্টেশ্বরী রোডের মুখে হর্ন দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে অনিককে প্রকাশ্যে হত্যা করা হয়। এই ঘটনায় অনিকের বাবা মো. নাছির চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন।

হত্যার পর ১৯ জুন বিকেল ৪টায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে ভারতে চলে যান তুষার ও এখলাসুর। গত শুক্রবার তাদের গ্রেফতারের পর সোমবার বাংলাদেশের কাছে হস্তান্তর করে কলকাতা পুলিশ। এরপর মঙ্গলবার তাদের চট্টগ্রামের আদালতে হাজির করে পুলিশ।

আবু আজাদ/জেএইচ/আরআইপি

আরও পড়ুন