ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৫ জুন ২০১৮

নাটোরে মাদক মামলায় আকবর হোসেন সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় শফিউল ইসলাম সোহেলকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম মোল্লা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার কাঠালবাড়িয়া মোড় এলাকার মোজাহারের ছেলে সুজন এবং একই থানার কাশিয়াডাঙ্গর মৃত আব্দুল গফুরের ছেলে শফিউল ইসলাম সোহেল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২ জুলাই নাটোর শহরের একডালায় অভিযান চালিয়ে ৪১০ গ্রাম হেরোইন ও ৯০৪ পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করে র্যাব।

পরের দিন র্যাব বাদী হয়ে দুইজন নামীয় ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। একই বছর নাটোর সদর থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে দুইজনকে কারাদণ্ড দেন আদালত।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

আরও পড়ুন