ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মঠ ধসে পড়ে বার্থী-ভালুকশী সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৩ আগস্ট ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-ভালুকশী সড়কের ওপর ২’শ বছরের পুরানো মঠ ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে শতাধিক মাহিন্দ্র, ইজিবাইক, নসিমন, ভটভটি, ভ্যান-রিকশা আটকা পড়েছে। যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সোমবার রাত ৮টার দিকে বার্থী এলাকার গোমস্তা বাড়ি সংলগ্ন বার্থী-ভালুকশী সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২’শ বছরের পুরনো ৩০-৩৫ ফুট উচু মঠটির অবস্থা ছিল জরাজীর্ণ। ১৫-২০ বছর পূর্বে মঠের দক্ষিণ পাশের ভীত থেকে ইট-সুরকি খুলে নিয়ে যায় এলাকার কতিপয় অসাধু ব্যক্তি। এরপর থেকে মঠটি দুর্বল হয়ে পড়ে।

পরে হঠাৎ করে সোমবার রাত ৮টার দিকে মঠটি ধসে পড়লে বার্থী-ভালুকশী সড়কে ব্যারিকেড সৃষ্টি হয়। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। স্থানীয়রা ধসেপড়া মঠটি সড়ক থেকে অপসারণের চেষ্টা করছেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমায়ন কবির জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

সাইফ আমীন/বিএ