ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ২৫টি বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৩ আগস্ট ২০১৫

দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ২৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। সোমবার বিকেল ৩টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলপুর দেবারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জাগো নিউজকে জানান, বিকেল আনুমানিক ৩টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলপুর দেবারুপাড়া গ্রামের মো. রসিদুল ইসলামের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মো. আরশাদ, মো. সেরাজ উদ্দিন, মো. উমর আলী, মো. আইনুল ইসলাম, মো. সায়েদ আলী, মো. আব্বাস আলী, মো. বুলেটসহ ২৫টি বাড়িতে। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও জেলা সদর থেকে একদল অগ্নি নির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



ঠাকুরগাঁও অগ্নি-নির্বাপক কমান্ডার মো. আজিজুল হক জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ লক্ষ টাকা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উপপরিদর্শক (এসআই) উত্তম কুমারের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষে এককেজি চাল, নগদ এক হাজার টাকা এবং একটি কম্বল প্রদান করা হয়।

এমদাদুল হক মিলন/এমজেড/এমআরআই