ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৩ আগস্ট ২০১৫

নিজ হেফাজতে ফেনসিডিল রাখার দায়ে মো. মন্টু মৃধা (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার বিকেলে বরিশালের অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. মজিবুর রহমান নামে অন্য আসামিকে খালাস দেয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত মন্টু জেলার বাবুগঞ্জ উপজেলার মেঘিয়া গ্রামের আ. গনি মৃধার ছেলে।  

ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ফিরোজুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৮ জানুয়ারি রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ মন্টু মৃধার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৮৩ বোতল ফেনসিডিলসহ মন্টুকে আটক করেন। তবে মন্টুর সহযোগী মজিবুর পালিয়ে যেতে সক্ষম হয়। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান ওই বছরের ১৮ ফেব্রুয়ারি মন্টু ও মজিবুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৩ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে উল্লিখিত রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডিত মন্টু মৃধা আদালতে অনুপস্থিত ছিল।

সাইফ আমীন/এসএস/এমআরআই