অতিরিক্ত ও ছাদে যাত্রী নেয়ায় দুটি লঞ্চকে জরিমানা
কর্মস্থলমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নিরাপদ করতে ঢাকাগামী দুটি ডাবল ডেকার লঞ্চকে অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পটুয়াখালী নদী বন্দরে লঞ্চ দুটিকে অর্থদণ্ড প্রদান করে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট অর্নব দাস।
পটুয়াখালী নদী বন্দর সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অপরাধে ঢাকাগামী ডাবল ডেকার কাজল-৭ লঞ্চকে ২২ হাজার ৫০০ টাকা ও কুয়াকাটা- ১ লঞ্চকে ২৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট অর্নব দাস বলেন, কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই ও উন্মুক্ত ছাদের উপরে যাত্রী পরিবহনের অপরাধে লঞ্চ দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর