ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রায়গঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২২ জুন ২০১৮

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভ্ইুয়াগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৩৪) ও একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৩৫)।

রায়গঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী মীরপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুইয়াগাঁতী বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ২২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা জানান, আহতদের মধ্যে ২ জন হাসপাতালে আসার পথেই মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

আরও পড়ুন