ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ ৫০ জেলে আটক

প্রকাশিত: ১১:৪০ এএম, ০৩ আগস্ট ২০১৫

বাংলাদেশের জলসীমায় অবধৈ অনুপ্রবেশের দায়ে ভারতীয় তিনটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৫০ জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। সোমবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের কলাগাছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মস্তফা চৌধুরী জানান, সোমবার দুপুরে বরগুনার পাথরঘাটা থেকে এক’শ ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের কলাগাছিয়া নামক এলাকায় লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি দল টহল দিচ্ছিলেন। এ সময় টহল দলটি ওই এলাকায় ভারতীয় তিনটি ট্রলারকে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করতে দেখে।

এদিকে ভারতীয় জেলেরা নৌ-বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নৌ-বাহিনী ধাওয়া করে ট্রলার তিনটিকে আটক করে। আটক ট্রলার তিনটির নাম এখনো জানা যায়নি। আটক ট্রলারসহ জেলেদের মংলা নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসএস/এমআরআই