ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গুলিবিদ্ধ শিশু : ২ আসামির রিমান্ড মঞ্জুর

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:০৫ এএম, ০৩ আগস্ট ২০১৫

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের চাঞ্চল্যকর মামলার আসামি সুমন হোসেন মল্লিক ও সোবহানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশ, সুমন হোসেন মল্লিক ও সোবহানের ৭ দিনের রিমান্ড আবেদন করলে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারাহ্ মামুন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৬ জুলাই রাতে মামলার ৫ নম্বর আসামি চা দোকানি সুমন ও ১৪ নম্বর আসামি একই মহল্লার ক্ষুদ্র মুদি দোকানি সোবহানকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।

২ জুলাই ঢাকার কল্যাণপুরের একটি বাসা থেকে মামলার প্রধান আসামি সুমন সেনকে গ্রেফতার করেছে র্যাব। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার রাতেই সুমনকে মাগুরায় আনা হবে। অন্যদিকে একইদিন মাগুরা-ঢাকা মহসড়কের ওয়াপদা এলাকা থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মামলার আরেক আসামি নজরুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, ২৩ জুলাই শহরের দোয়ার পাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূইয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা মাগুরা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পিওন মোহম্মদ আলী নামে অপর এক যুবকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় গুলিতে নিহত হন কামরুলের চাচা মমিন ভূঁইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন ভাবি নাজমা বেগম। নিহত মমিনের ছেলে রুবেল ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।  

মো. আরাফাত হোসেন/এমজেড/এমআরআই