রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংঘর্ষে ১২ জন আহত
উখিয়ার বালুুখালী ক্যাম্পে আধিপত্য নিয়ে রোহিঙ্গা মাঝি খুনের দু'ঘণ্টার মাথায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পেও দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া।
আহতরা হলেন, আমিন, আবদু রহিম, জাহাঙ্গীর, ইউসুফ, আকবর, আমির হামজা, নুর মোহাম্মদ, রাসেল, ইয়াকুব, জাবের, আলী আহমদ ও ইব্রাহিম। তারা ওই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
ওসি রনজিত বলেন, সোমবার রাতে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
তিনি আরও বলেন, সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
আহত অন্যরা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নাকি অন্য কোন ধরনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ওসি।
তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন ওসি রনজিত।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস