ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্যা পরিস্থিতির অবনতি : তালায় পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৩ আগস্ট ২০১৫

সাতক্ষীরার তালায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার তালা, ঘোষনগর, ইসলামকাটি, পাটকেলঘাটা, কুমিরা এলাকার কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে ওই সকল এলাকার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।



এছাড়া বন্ধ রাখা হয়েছে ১০টি মাধ্যমিক ও মাদরাসার পাঠদান কার্যক্রম। বাকি ৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানির মধ্যে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। মোট শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে পানিবন্দি হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ধসে পড়েছে কাঁচা ঘরবাড়ি। এতে করে মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দি মানুুষরা।



জেলা প্রশাসক নাজমুল আহসান তালা উপজেলার দুর্গত এলাকার পরিদর্শন করেছেন। তিনি জানান, তালা-কলারোয়া, আশাশুনি উপজেলার কপোতাক্ষের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেতনা নদী দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় সাতক্ষীরা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা সমন্বয় সভার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধিসহ সকলকে সঙ্গে নিয়ে এ সকল এলাকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য সর্বাত্মক চেষ্টা করছি।

এসএস/পিআর