নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি
নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন ‘নড়াইল একপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা কৌশিক।
শনিবার সকাল ৮টায় মামা বাড়ি থেকে ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে পৌঁছান মাশরাফি। এ সময় মাশরাফির পরণে ছিল সাদা রঙের পাঞ্জাবি।
নামাজ শেষে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন। পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। মাশরাফিকে কাছে পেয়ে নড়াইলের বন্ধু-বান্ধব ও ভক্তরাও আনন্দ প্রকাশ করেছেন।
নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামাতে শরিক হন।
সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ম.ম. শফিউর রহমান শফিউল্লাহ। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হাফিজুল নিলু/এফএ/এমএস