ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভিওআইপি সরঞ্জামসহ চট্টগ্রামে আটক ৪

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ অক্টোবর ২০১৪

চট্টগ্রাম নগরীতে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চকবাজার ও বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাঁশখালী থানার কদমরসুল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৬) ও মো. তরিকুল ইসলাম (২৮), লোহাগাড়া থানার জমিদারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে জিয়াউল হক (২৫) ও একই উপজেলার কলাউজান গ্রামের মৃত ফজলুল কবিরের ছেলে শাহাদাত হোসেন (৩৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থানার ডিসি রোডের মিয়ার বাপের মসজিদের আইএ টাওয়ারের পঞ্চম তলায় অভিযান চালিয়ে ২টি ল্যাপটপ, একটি অ্যাডপ্যাক গেটওয়ে, একটি কিউবি জয়েনিং, দুইটি টি পি লিংক, নয়টি অ্যান্টেনা, তিনটি ক্যাবল ও ৮৬টি সিম কার্ডসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, পৃথক অভিযানে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের আবদুল আজিজ সোসাইটির ইসলাম ভবনের তৃতীয় তলা থেকে দুই সহোদরকে আটক করা হয়।