ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যৌতুকের দাবিতে স্ত্রীকে পেটালেন ওসি

প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০২ আগস্ট ২০১৫

নড়াইলে যৌতুকের দাবিতে শামীমা শারমিন নাজ (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে। শনিবার গভীররাতে শহরের ভওয়াখলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাচইধানাইড় গ্রামে। তিনি ওই গ্রামের কাজী আবু বক্করের ছেলে।

জানা গেছে, প্রায় ১৪ বছর পূর্বে প্রেম করে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার মুক্তার হোসেনের মেয়ে শামীমা শারমিন নাজেরে সঙ্গে চাচইধানাইড় গ্রামের কাজী আবু বক্করের ছেলে কাজী কামাল হোসেনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে তাকে শারীরিকভাবে পিটিয়ে আহত করে। সম্প্রতি শ্বাশুড়ির নামে ১০ শতক জমি বিক্রি করে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে কাজী কামাল হোসেন। টাকা দিতে অস্বীকার করায় শনিবার রাতে তাকে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শামীমা শারমিন নাজের মা জাগো নিউজকে জানান, আমার একমাত্র মেয়ের সুখের জন্য বিয়ের পর জামাইকে সিডিআই মোটরসাইকেল, সোনার গহনা, বাসার আসবাবপত্রসহ অনেক মালামাল দেয়ার পরও আমার মেয়ে সুখী হয়নি বরং দীর্ঘদিন অমানষিক নির্যাতন সহ্য করতে হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন জাগো নিউজকে জানান, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে মাত্র।

নড়াইল সদর হাসপাতালে আরএমও ডা. আছাদ-উজ-জামান মুন্সী জাগো নিউজকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন শামীমা শারমিন নাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাফিজুল নিলু/বিএ