ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিকদের অমীমাংসিত বৈঠক

প্রকাশিত: ০৪:১১ পিএম, ০২ আগস্ট ২০১৫

কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জেলা প্রশাসন ও অটোরিকশা মালিক-শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক। আর ব্যর্থ এ আলোচনার ফলে পরিস্থিতি আরো বেশি পরিমাণই ঘোলা হয়েছে।

অমীমাংসিত আলোচনা শেষে অটোরিকশা শ্রমিকদের আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের সরকারি নির্দেশনা বাতিলের দাবিতে আন্দোলন চলবে বলে জানান অটোরিকশা চালক-শ্রমিক নেতৃবৃন্দ।

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের সরকারি নির্দেশনার প্রতিবাদে আহত শ্রমিকদের অবস্থান ধর্মঘটের প্রেক্ষিতে রোববার বেলা ২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অুনষ্ঠিত হয়।

বৈঠকে প্রশাসনের পক্ষে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার নূরে আলম মিনা, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ।

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হলেও সিলেট-ঢাকা ও সিলেট-তামাবিল মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি প্রদানে অনীহা প্রকাশ করা হয়।

তবে সিলেট থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কে এ নির্দেশনা শিথিল করার আহ্বান জানান শ্রমিক পক্ষ। অপরদিকে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে বিকল্প পথে এসব যানবাহন চলাচলের অনুরোধ জানান কর্মকর্তারা।

বৈঠকে উভয়পক্ষ অনড় অবস্থানে থাকায় চলতি অনির্দিষ্টকালের ধর্মঘটের থেকে সরে আসতে অপারগতা জানান আন্দোলনকারী জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার থেকে আরোও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষনা দেন তারা।

ছামির মাহমুদ/এআরএ/এমআরআই