নাসিক উপ-নির্বাচনে নুর হোসেনের সহযোগী বিজয়ী
নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর নূর হোসেনের শূন্য আসনে উপ-নির্বাচনে বেসরকারিভাবে তারই ঘনিষ্ট সহযোগী আরিফুল হক হাসান বিজয়ী হয়েছেন।
রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল বিকেল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন।
এদিকে ৫টি কেন্দ্রে আরিফুল হক হাসান লাটিম প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৭টি। তার নিকটতম প্রতিযোগী কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৯৭ ভোট।
তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফলাফল ঘোষণা করেননি উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান।
তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনাও সম্পন্ন হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি গণমাধ্যমকে ফলাফল জানাতে পারেননি। ফলাফল হাতে পেলে গণমাধ্যমকে জানাবেন বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও পুলিশ সুপার ডা. খন্দকার মহিদউদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতনরা নির্বাচন পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে কয়েক জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অভিযোগ করেছেন। এরমধ্যে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার (ভোটার নং-৮০৬) ফজিলাতুননেছা অভিযোগ করেন, তিনি এসে দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের পুরুষ কেন্দ্রে ৪/৫ জন পুরুষ ও আজিবপুর কেন্দ্রে ৩ জন মহিলা এ অভিযোগ করেছেন সংবাদকর্মীদের কাছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি কাউন্সিলর নূর হোসেন ভারতের কারাকারে বন্দি থাকায় ওই ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়।
হোসেন চিশতী সিপলু/এআরএ/এমএএস/এমআরআই