ডচেংনু চৌধুরী খাগড়াছড়ির ‘স্বর্ণ-কিশোরী’
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ডংচেনু চৌধুরী খাগড়াছড়ির ‘স্বর্ণ কিশোরী’। স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘স্বর্ণ-কিশোরী’ প্রতিযোগিতা অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ডংচেনু চৌধুরী স্বর্ণ কিশোরী`র মুকুট ছিনিয়ে নেয়। ‘স্বর্ণ কিশোরী’ নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তার লেখাপড়ার সব খরচ বহন করবে ‘স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন’।
রোববার সকালে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও নির্বাহী প্রধান ফারজানা ব্রাউনিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আলহাজ মো. জাহেদুল আলম, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস শ্রীলা তালুকদার।
অনুষ্ঠানে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান ফারজানা ব্রাউনিয়া কিশোরীদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করেন। তিনি বয়:সন্ধিকালীন সময়ের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও আলোচনা করেন। পাশাপাশি কিশোরীদের বয়:সন্ধিকালীন সময় থেকে শারীরিক পরিবর্তনকালীন সময়ে কিশোরীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান স্বর্ণ কিশোরী ডংচেনু চৌধুরীকে কিশোরীদের প্রতিনিধি উল্লেখ করে বলেন, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত স্বর্ণ-কিশোরী নির্বাচনের ফলে ডচেংনু চৌধুরী পার্বত্য অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সর্ম্পকে সচেতন করতে পারবে। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চ্যানেল আই সারা দেশব্যাপী যে কাজ করেছে তা স্বাস্থ্য সচেতনতায় বড় ধরনের ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, তৃণমুল থেকে নির্বাচিত স্বর্ণ কিশারীরা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে নির্বাচিত স্বর্ণ কিশোরীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতাসহ পাবে বিদেশ ভ্রমণের সুযোগও।
এমএএস/আরআইপি