ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা জিয়ার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা হবে

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০২ আগস্ট ২০১৫

৫ জানুয়ারির নির্বাচনের সময় বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষকে হত্যা করেছে। আর এজন্য খালেদা জিয়ার বিচার এই সরকারের আমলেই বিশেষ ট্রাইব্যুনালে করা হবে বলে জানেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, কিসের মধ্যবর্তী নির্বাচন ? এ সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়েই আপনাদের কাছে ভোট চাইতে আসবেন।

রোববার দুপুরে শরীয়তপুর শহরের বঙ্গবন্ধু পৌর সুপার মার্কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশেরটা খেয়ে যারা পাকিস্তানের গান গায়, তারা এ দেশের জারজ সন্তান। তাই শুধু নামে মুক্তিযোদ্ধা হলেই হবেনা, মুক্তিযোদ্ধার সুবিধা নেয়ার জন্য তারা জয় বাংলা বলবে তা দেখতে হবে। জয় বাংলার আদর্শে বিশ্বাসী না মুক্তিযোদ্ধা হলেও তাদের মুক্তিযোদ্ধা হিসেবে কোন সুবিধা দেয়া যাবেনা।

মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দেয়, জনগণ তাদের সঙ্গে নেই। তাই তাদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধা জনতা সকলে প্রস্তুত। পেট্রলবোমা মেরে যারা মানুষ খুন করেছে, তাদের শাস্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে প্রমুখ।

মতবিনিময় সভার আগে মন্ত্রী এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন শেষে ফিতা কেটে উদ্বোধন করেন।

ছগির হোসেন/এআরএ/এমআরআই