ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল বিএনপির ১৭ নেতাকর্মী জেল হাজতে

প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০২ আগস্ট ২০১৫

নাশকতার তিন মামলায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ ১৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর একটি মামলায় বিএনপির যুগ্ম-সম্পাদক ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবিরকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন।

আদালতের বিচারক বেগম নুসরাত জাহান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিয়াউদ্দিন সিকদার ছাড়াও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন এ তালিকায়।

আদালত সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে সরকার বিরোধী আন্দোলন চলার সময় বরিশালে লঞ্চ ও ট্রাকে অগ্নিসংযোগসহ নাশকতার তিন মামলায় আসামি করা হয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

অন্যদিকে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা অপর একটি মামলায় মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকেও কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সাইফ আমীন/এআরএ/এমআরআই